| |
               

মূল পাতা জাতীয় ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি সমন্বয়কদের


ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি সমন্বয়কদের


রহমত নিউজ     06 August, 2024     04:49 AM    


রাষ্ট্রপতির কাছে নোবেল বিজয়ী ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা করে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মঙ্গলবার (৭ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে ফেসবুক লাইভে এসে এই দাবি জানান অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, আবু বাকের ও হাসনাত আব্দুল্লাহ। 

নাহিদ ইসলাম বলেন, দেশে অরাজকতা ও মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে। সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, দেশে আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত কার্যকরি পদক্ষেপ নিতে হবে। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার জন্য মুক্তিকামী ছাত্র-জনতাও রাজপথে থাকবে। 

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী জনতাকে রাজপথে থেকে তাদের যে অভূত্থান, সেটিকে রক্ষা করতে হবে। 

তিনি বলেন, প্রিয় বন্ধুগণ! আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের যে প্রতিশ্রুতি একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এবং অবশ্যই ছাত্র-জনতার প্রস্তাবিত সরকার বাদে অন্য কোন সরকার মেনে নেওয়া হবে না।